আগামী ১৭ নভেম্বর শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘ডাহুক

আগামী ১৭ নভেম্বর শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘ডাহুক
ডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

মোঃ আসতারুল আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি,

“ধর্ম নিরপেক্ষতা মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম শর্ত” -এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর প্রেসক্লাবের আয়ো

 

জনে বিশিষ্ট আইনজীবী ও দিনাজপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ “ডাহুক ডুব” এর মোড়ক উন্মোচন এবং তার রচিত গানে দেদিপ্ত সরকার এর সুরে মৌলিক গানের অনুষ্ঠান ‘সুরে ছন্দে মনের ভুবন’ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদ যুব ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি।

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন সম্মানীত অতিথি বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও’র আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখবেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকারের রচিত মৌলিক গান গাইবেন বিশিষ্ট কন্ঠশিল্পী হাসান আলী শাহ, শফিকুল ইসলাম (বকুল), প্রশান্ত কুমার রায়, রেখা সাহা, পলাশ দাস, অনুরাধা শর্মা, রাবেয়া বসরী, পম্পি সরকার, সুজন কুমার দে, স্বপ্না রায়, নিতাই চন্দ্র রায়, রেজওয়ানা সুলতানা রিমা, হাফিজা শারমিন সুমি, মৌসুমী সাহা, ডালিম কুমার রায়, মিতুল ভট্টাচার্য্য, রাইসা তাসনিম, সুরনজিত সরকার, সুপ্রভা সরকার, রমিলা রানী, আদুরী রানী, রেশাদ আলম রনী, মেঘা ঘোষ, সাধনা দাস, নন্দিনী সরকার কৃপা ও দেদিপ্ত সরকার।

‘ডাহুক ডুব’ কাব্যগ্রন্থটি এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার ১৯৭২ সালের ৬ জানুয়ারী দিনাজপুর মহারাজা স্কুলে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে উৎস্বর্গ করেছেন। ৬৩পাতার কাব্যগ্রন্থটিতে ৫২টি বাংলা ও ইংরেজী অক্ষরে কবিতা ছাঁপানো হয়েছে টাঙ্গন প্রকাশনা থেকে। একটি যুগোপযোগী উন্নত মানের দৃষ্টি নন্দন কাব্যগ্রন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *