রাজধানীর যাত্রাবাড়ীতে মো. রবিন নামের এক যুবকের ছুরিকাঘাতে তাঁর বোন আয়েশা আক্তার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁদের বাবা মোখলেছুর রহমান (৭০)। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, রবিন মাদকাসক্ত। রিহাবে (পুনর্বাসন কেন্দ্রে) ভর্তি করা নিয়ে বাসায় ঝগড়া করে প্রথমে তিনি বোন আয়েশাকে ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে বাবাকেও ছুরিকাঘাত করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ছেলের ছুরিকাঘাতে বাবা মোখলেছুর রহমানের হাত কেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। মোখলেছুর রহমান বলেন, ‘রবিন মাদকাসক্ত। বাসায় ঝগড়া করে ধারালো চাকু দিয়ে বোন আয়েশাকে বুকে ছুরিকাঘাত করে। ফেরাতে গেলে আমার হাতে লাগে।’
মোখলেছুর রহমান আরও বলেন, তাঁকে আজ রিহাবে দেওয়ার কথা ছিল। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
পারিবারিক সূত্র জানায়, নিহত আয়েশার স্বামী কামাল হোসেন ইতালিপ্রবাসী। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। ধনিয়া রসুলপুরে তাঁদের বাড়ি রয়েছে। আয়েশার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আপনি চাইলে সানরাইজ৭১-এ নিয়মিত তথ্য পাঠাতে পারেন। আপনার নামেই তথ্য প্রকাশ করা হবে। সর্বোপরি, সময় ও তথ্যের সাথে নিজেকে আপডেট রাখতে সানরাইজ৭১ এর সাথেই থাকুন, ধন্যবাদ।