দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন

মোঃ আসতারুল আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি,

শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সরকারী কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরজানা রহমান শিমলা।

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন

প্রতিষ্ঠার পর থেকেই দেশীয় ফুটবলে বেশ সাড়া জাগিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ফুটবল একাডেমি নিয়ে যেখানেই প্রীতি ম্যাচ খেলতে যান সেখানেই হামলে পড়েন দর্শকরা।

খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । খেলা দেখতে দুপুর থেকেই দলে দলে বিভিন্ন এলাকার মানুষ মাঠে আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসেন প্রায় ১৫ হাজার দর্শক। প্রচন্ড ভিড়ের কারণে অনেক দর্শক আশপাশের ভবনের ছাদে, দেয়ালের ওপর, গাছের ডালে বসে খেলা উপভোগ করেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন

খেলায় মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমিতে ১-০ গোলে হারিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয়লাভ করে। খেলা দেখতে আসা দর্শকরা মাঠে জায়গা না পেয়ে অনেকে গাছের ওপর, ভবনের ছাদে, কলেজে সীমানা প্রাচীরের ওপর বসে খেলা উপভোগ করেন।
খেলা শেষে ভক্ত-দর্শকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার সুমন। দর্শকদের অনুরোধে দর্শকদের মোবাইল ফোন দিয়ে সেলফি তুলেন তিনি।

খেলা শুরুর আগে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় ফুটবল খেলতে গিয়ে দেখি মাঠ নরম মানুষের মন শক্ত, মাঠ নরম। কিন্তু দিনাজপুরের ফুলবাড়ীতে এসে দেখলাম মানুষের মন নরম, মাঠ শক্ত।’ তিনি বলেন, ‘দিনাজপুরের ছেলেদের চেয়ে মেয়েরা বেশি সহসী।
সিলেট এবং দিনাজপুরের মানুষের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে আমাদের দুই জেলার মানুষের মধ্যে বেশি বুদ্ধি থাকে না। আমরা সহজ সরল হওয়ার চেষ্টা করি। আমরা দিনাজপুর এবং সিলেটের মানুষ সারা দেশের মানুষকে বলি বেশি চালাকি করা ভালো না । এইটা আমাদের মধ্যে চরম মিল ।
ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে সুমন বলেন, ‘আইসিইউতে থাকা বাংলাদেশের ফুটবলকে আবারও সুস্থ্য করার জন্য আপনাদের সহযোগিতা চাইতে এসেছি। ওপরে আল্লাহ আর নিচে আপনারা ছাড়া আমাদের কোনো দর্শক নাই।’
তিনি ফুলবাড়ীর ফুটবল দলকে হবিগঞ্জে যাওয়ার আহবান জানিয়ে বলেন, ‘যদি আপনারা না জান তাহলে আত্মীয়তা হবে কেমনে। আগে জানতাম বোনের বিয়ে দিলেই আত্মীয়তা হয়, এখন আমি বিশ্বাস করি ফুটবলের মধ্যে দিয়ে রক্তের চেয়েও বড় সম্পর্ক হতে পারে।’ এই প্রীতি ম্যাচ দেখতে মানুষের ঢল নামে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে, কানায় কানায় ভরে যায় মাঠ।
তাদের সামাল দিতে হিমশিম খায় আয়োজক কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলা শেষ হয়।

প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী এলকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *