দিনাজপুরে আনুমানিক চল্লিশ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
আজ দুপুর ২টায় দিনাজপুর শহরের লিলির মোড়ে অবস্থিত সমতা মোবাইল মার্কেটের মেসার্স জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমএন গ্যাজেট টেলিকম নামে ০৩ টি দোকান হতে নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন সেট চুরি হয়।
জানা যায়, দোকানের তালা ভেঙে মেসার্স জনি এন্টাপ্রাইজের দোকান থেকে ৭৭টি মোবাইল ফোন সেট, কবির টেলিকম থেকে ৪৩টি মোবাইল ফোন সেট ও এমএন গেজেট নামের দোকান থেকে নগদ এক লক্ষ টাকাসহ ৪৫টি মোবাইল ফোন সেট চুরি হয়।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
দিনাজপুর সদর সার্কেলের এএসপি, কোতোয়ালি থানার ওসি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেন।
এ ঘটনায় সমতা মার্কেটসহ আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে মর্মে জানা যায়।