দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন!!
———————————————————-
মোঃআসতারুল আলম,
দিনাজপুর জেলা প্রতিনিধি,
দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই করা একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা।

এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় শহরের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ট্রাক রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই করে পার্কিং করে রেখেছিল।
সোমবার ভোর ৫টায় অজ্ঞাত দুবৃৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এসময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।
হাবিপ্রবির ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে ট্রেন অবরোধ করলো সহপাঠীরা
দিনাজপুর সদর সাকেলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই করা ট্রাকে অজ্ঞাত দুবৃত্তরা আগুন দিয়েছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়াধিন রয়েছে। আমরা তদন্ত কাযক্রম শুরু করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।
One comment
Pingback: হাবিপ্রবির ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে ট্রেন অবরোধ করলো সহপাঠীরা - সানরাইজ৭১