দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

দিনাজপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

আজ (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শহরের মুন্সিপাড়ায় একাডেমী স্কুল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটি আয়োজিত ঈদে মিলাদুন্নবীর সিরাত মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির সভাপতি মো. ফখরুল্লাহ খান শুক্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রাজ্জাক লাবু এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ওলামায়ে একরামগণ।

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে:

এর আগে দিনাজপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটি সকালে একটি র্যালী একাডেমী স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে আবারও একাডেমী স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর দিনাজপুর ইসলামী রিসার্চ সেন্টার আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন উপস্থিত ছিলেন দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ।
এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।
আবার ৬৩ বছর বয়সে একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হচ্ছে ২০২১ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *