দিনাজপুরে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরা হলোনা খালা-ভাগনের।

দিনাজপুরে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরা হলোনা খালা-ভাগনের।

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক তরুণী ও তার ভাগ্নে নিহত হয়েছেন।

দুপুর ১টার দিকে বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আটগাঁও ইউনিয়নের জলগাঁও কুমার পাড়া গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২২) ও উপজেলার ছাতিল ইউনিয়নের দেউর গ্রামের বিশ্বজিৎ রায়ের ছেলে জয় রায় (৫)। চম্পা রানী রায় খানসামা উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

দিনাজপুরে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরা হলোনা খালা-ভাগনের।
দিনাজপুরে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরা হলোনা খালা-ভাগনের।

বোচাগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজা জানান, পূজার কেনাকাটা শেষে সেতাবগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চম্পা রানী রায় ও তার ভাগ্নে জয়। পথে বোচাগঞ্জ উপজেলা পরিষদের সামনে সৌদিয়া এন্টারপ্রাইজের একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চম্পা মারা যায় এবং জয় আহত হয়।

পরে জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

কাজী ফার্মস ও সাগুনা ফুডকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *