দিনাজপুরে বিএনপি’র অনশন কেন্দ্র ঘোষিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করে।
মোঃ মোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরে বিএনপি’র অনশন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে কেন্দ্র ঘোষিক কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই কর্মসূচী পালন করে।
শনিবার (১৪ অক্টোবর-২০২৩) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর লোক ভবন চত্বরে এই অনশন কর্মসূচি পালন করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, রাজ পথ আমাদের দখলে থাকবে ইনশাআল্লাহ।
মানুষের মুক্তির আন্দোলনে আপনাদের সাথে থাকবো। যে বাঁশের লাঠি দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, এই বাঁশের লাঠি দিয়েই আবারো এই দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায়
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলগাজ্ব আখতারুজ্জামান মিঞা, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতিখালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, সহ -সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোঃ নওশাদ আলী, মোঃ মিজানুর রহমান চৌধুরী, মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, আ ন ম বজলুর রশিদ কালু, মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও জেলা জাসাসের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক বিষয়ক সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ সাহাজুল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা প্রমূখ।

অনশনে বক্তারা বলেন, এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ধ্বংস করেছে। এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। সর্বত্র দুর্নীতি।এই দেশো জাতিকে কুখড়া করে দিয়েছে। এই সরকার বিনা ভোটে নির্বাচিত তাই দেশের জনগণের প্রতি তাদের কোন দায় নেই। আমরা শেখ হাসিনার কাছে কোন দাবী চাই না। আমাদের এক দফা দাবী-শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আমরা সব দাবী আদায় করতে চাই। বর্তমান সরকারের দেশে ও বিদেশে কোন সমর্থন নেই। বক্তারা এই সরকারের বিরুদ্ধে হরতাল ও অবরোধের মত কর্মসূচী ঘোষণার দাবী করে অনশন কর্মসূচী থেকে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান।
অনশন কর্মসূচীতে জাগপা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা জাগপা’র সহ-সভাপতি মাহবুব আলম ননী, দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মী, জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল জব্বার জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিকে জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।পরে অনশনে উপস্থিত বিএনপির নেতাকর্মীও জুস পান করে অনশন ভঙ্গ করেন। হবে। প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের মিলন বাজারে এক কর্মী সভা হয়।