দিনাজপুরে ৪২ কেজি গাঁজার চালান আটক

দিনাজপুরে ৪২ কেজি গাঁজার চালান আটক

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

দিনাজপুরে ৪২ কেজি গাঁজার চালান আটক

গভীর রাতে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর আসা ৪২ কেজি গাঁজার একটি বড় চালান আটক করেছে ডিবি পুলিশ। এসময় দিনাজপুরের কুখ্যাত মাদককারবারিসহ ৭ জনকে আটক করে ডিবি পুলিশের দলটি।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় থেকেই দিনাজপুর সদরের গোপালগঞ্জ রোডে চেকপোষ্টের মাধ্যমে অভিযান শুরু করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল।

রাত সোয়া বারোটার দিকে একটি ট্রাক তল্লাশি করে উদ্ধার হয় ১ মণেরও (৪২কেজি) বেশি গাঁজা। এসময় ট্রাকের চালক, হেলপার ও বীরগঞ্জের কুখ্যাত মাদককারবারি পুতুল সহ মোট ৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ট্রাক ও একটি প্রাইভেট কার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন, জেলা ডিবি ওসি এ এফ এন মনিরুজ্জামান মন্ডল ।

আটককৃতদের দেয়া তথ্য মতে গাঁজার এ চালান সরবরাহ করতে কুমিল্লা থেকে রওনা হয়েছিল তারা। উদ্দেশ্যে দিনাজপুরের বীরগঞ্জে ডেলিভারী। সে লক্ষ্যে ট্রাকটিকে পেছন থেকে সহযোগিতা করতে একটি প্রাইভেটকারে থাকা ৪ জন। ট্রাকটি দিনাজপুর পৌছলে পেছনে ট্রাকে যোগ দেন চালানের অর্ডারকারী পুতুল।

তবে শেষ রক্ষা হয়নি তার। আটক করা হয় বীরগঞ্জ উপজেলার কুখ্যাত মাদককারবারি পুতুলকেও। মাদকের এ কারবারিতে জড়িত থাকায় আটক করা হয় ট্রাক ড্রাইভার, হেলপার, সহযোগীসহ মোট ৭ জনকে।

বিষয়াটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূলে কাজ করছে দিনাজপুর পুলিশের বিভিন্ন ইউনিট। এদিকে মাদকের এ চোরাচালানে আটককৃতদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুরে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *