দিনাজপুর শিশু পার্কের সংস্কার ও আধুনিকায়ন প্রকল্পের
উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি
মোঃ আসতারুল আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি,
দিনাজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ১৪ নভেম্বর-২০২৩ মঙ্গলবার বিকেলে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শিশু পার্ক সংস্কার ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্প এর শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শাহ্ নেওয়াজ, প্যানেল চেয়ারম্যান-২ আশফাক হোসেন সরকার, সাবেক সদস্য ফয়সল হাবিব সমুন, সহকারী প্রকৌশলী মোঃ আসাদুন্নবী, বিশিষ্ট সমাজসেবক ওস্তাদ মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ লোকমান হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, উপদেষ্টা মোঃ কাজল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।