৯৯৯ কল দিয়ে বিরামপুরে ভূয়া ব্যাংক কর্মকর্তা আটক
দিনাজপুরের বিরামপুরে চাকুরি দেওয়ার নাম করে মেঘনা ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে মামুনুর রশিদ (৪০) নামের এক যুবককে বেধর মারপিট করে আটক করেছে এলাকাবাসী।
বিরামপুরে ভূয়া ব্যাংক কর্মকর্তা আটক:
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হাবিবপুর বাদমুখা গ্রামের পাপ্পু বাড়িতে এ ঘটনাটি ঘটে। ভুয়া ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদ বিরামপুর পৌরসভার দেবিপুর গ্রামের মনজের আলীর ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক আব্দুল অহাব জানান, ‘বৃহস্পতিবার রাতে মেঘনা ব্যাংক বিরামপুর শাখার কর্মকর্তা পরিচয়ে বাদমুখার পাপ্পুর বাড়িতে যায় মামুনুর রশিদ ।
সেখানে পাপ্পুর স্ত্রীকে মেঘনা ব্যাংকে চাকুরি দিতে চেয়ে ত্রিশ হাজার টাকা নেয়।
এর পর আবার টাকার দাবি করলে প্রতারক মামুনুর রশিদের কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগীতায় মামুনকে আটক করে পাপ্পু।
পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে পুলিশ এসে মামুনুরকে আটক করেন । বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘মেঘনা ব্যাংক বিরামপুর শাখা কর্মকর্তা পরিচয়ে মামুনুর রশিদ নামে ভুয়া কর্মকর্তাকে আটক করা হয়। অভিয়োগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃমোমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
One comment
Pingback: সীমান্তের কাটলা বাজারের ফুটপাতে দৈনিক ১০ মণ রসগোল্লা বিক্রি - সানরাইজ৭১