দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল:

মো:মোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং সকল কর্মচারীদের নিরাপত্তার দাবী তুলে মানববন্ধন ১৪ অক্টোবর শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীরা জেনারেল হাসপাতালের গেট সংলগ্ন সড়কে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল-এ দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং সকল কর্মচারীদের নিরাপত্তার দাবিতে প্রায় ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে।

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ
২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ

মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেনারেল হাসপাতালের সাবেক ত্ত্বাবধায়ক ও সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আহাদ আলী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ পারভেজ সোহেল রানা, সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম, জেলা কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাজিউর রহমান রাজা, সাধারন সম্পাদক মোঃ রায়হান কবির, হাসপাতালের ওয়ার্ড মাস্টার মিহির রায়, হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী সংগঠনের সাধারন সম্পাদক মোশফারুক লিটন, নার্সিং এসোসিয়েশনের কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাজী শাহীন, চতুর্থ শ্রেণি কর্মচারীর সাধারন সম্পাদক মাসুদ মিয়া, হাসপাতালের প্রধান সহকারী মনোয়ারা খানমসহ সকল ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তারা অবিলম্বের দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও পরবর্তীতে সকল কর্মচারীদের নিরাপত্তার দাবী জানায়।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২জন ব্যক্তি আসে জরুরী বিভাগে চিকিৎসাসেবা নিতে। একজনের মাথা কাটা অবস্থায় অপরজন তার স্বজন। দায়িত্বরত জরুরী বিভাগের কর্মচারীরা সেলাই শুরু করলে তারা বাধা দিয়ে বলে এই সুতা দিয়ে সেলাই করা যাবে না। “কসমেটিক সেলাই দিতে হবে”।

কর্মচারীরা বলে, কসমেটিক সেলাই এখানে নেই। অপারেশন থিয়েটার (ওটি) তে গিয়ে সেলাই করাতে হবে। এখানে সুতা রয়েছে তা দিয়ে আমরা সেলাই করে দিতে পারি।

এ কথা শুনে রোগী এবং রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় এবং অকত্থ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি প্রদান করতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালী থানায় জানালে কোতয়ালী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই দুই জন রোগীকে থানায় নিয়ে আসে।

এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালী থানায় একটি এজাহার দাখিল করেছে।

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষো়ভ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *