দিনাজপুরে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আসতারুল আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি,

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১১দিকে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে ১নং কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) ওই কর্মশালাটির আয়োজন করে।

দিনাজপুরে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
দিনাজপুরে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন তামজিদা পারভীন সীমা। ধারণাপত্র পাঠ করেন আরটিআই দিনাজপুর গ্রুপের সাধারণ সম্পাদক নওশাদ হোসেন। তথ্য অধিকার আইন ২০০৯ ও এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন রিইব সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান, তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতা উপস্থাপন করেন যথাক্রমে আরটিআই গ্রুপ সদরের সহ- সভাপতি অনামিকা পান্ডে ও মকিদ হায়দার শিপন, সমন্বয়ক ছাত্র আরটিআই গ্রুপ দিনাজপুর মোঃ আসতারুল আলম। ছাত্র আরটিআই গ্রুপের সদস্য মেহেদী হাসান ফুয়াদ,সিফাত আজমাইন৷ মুক্ত আলোচনায় দিনাজপুরের বিভিন্ন সমস্যা নিয়ে সবাই অংশ নেন অংশগ্রহণকারীরা।

দিনাজপুরে তীব্র শীতে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ, মাধ্যমিকের সিদ্ধান্ত নেই

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিএসকে এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা আলোচনায় অংশ নেন নবাবগঞ্জ আরটিআই একটিভিস্ট নবাবগঞ্জ গ্রুপের সভাপতি মতিয়ার রহমান, আরটিআই একটিভিষ্ট গ্রুপের সদস্য শীবানী উড়াও, ইসরাত জাহান সাথী, মাইনউদ্দীন সুমন।উদ্যোক্তা রাকিব হাসান, মৃধা এবং অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিআই গ্রুপ দিনাজপুরে সভাপতি সামিউল আলম ।এ সময় কর্মশালায় আরটিআই গ্রুপের সদস্য, সাংবাদিক ও সুধীজনসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *